Privacy Policy

আমরা Alif Garments আপনার গোপনীয়তা রক্ষা করে থাকি। এই পলিসিতে বর্ণিত রয়েছে আমরা কী ধরণের তথ্য সংগ্রহ করি, কীভাবে ব্যবহার করি, কার সঙ্গে শেয়ার করতে পারি এবং আপনি কী-কী অধিকার রাখতে পারেন।

আমরা কী তথ্য সংগ্রহ করি

যখন আপনি পণ্য অর্ডার দেন, আমরা আপনার নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা (যদি প্রদান করেন), জেলা/শহর/ঠিকানা, অর্ডার সম্পর্কিত তথ্য সংগ্রহ করি।

পেমেন্ট সংশ্লিষ্ট তথ্য (যেমন বিকাশ/রকেট/নগদ ট্রানজেকশন আইডি) দেওয়া হলে তা সংরক্ষণ হতে পারে।

আপনার ওয়েবসাইট ভিসিট করলে কুকিজ/লগ ফাইল/আইপি অ্যাড্রেস ইত্যাদি সাধারণ তথ্য সংগ্রহ হতে পারে যাতে সাইটের কার্যক্ষমতা উন্নতি করা যায়।

তথ্য ব্যবহারের উদ্দেশ্য

আপনার অর্ডার প্রক্রিয়া করার জন্য (পণ্য প্যাকিং, ডেলিভারি, পেমেন্ট নিশ্চিত করার জন্য) তথ্য ব্যবহার করি।

গ্রাহক সাপোর্ট সেবা দিতে এবং আপনার সঙ্গে যোগাযোগ রাখতে।

সাইটের কার্যক্ষমতা উন্নয়ন, নতুন পণ্য বা অফার সম্পর্কে জানানো, কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নত করার জন্য।

আইনগত বাধ্যবাধকতা পূরণের জন্য প্রয়োজনে তথ্য ব্যবহার করতে পারি।

তথ্য শেয়ারিং ও প্রকাশ

আমরা আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষকে বিক্রয় বা লিজ করি না।

তবে, নিম্নলিখিত ক্ষেত্রে আপনার তথ্য শেয়ার করা হতে পারে:

ডেলিভারি পার্টনার বা পেমেন্ট গেটওয়ে সার্ভিস যারা অর্ডার সঠিকভাবে প্রক্রিয়া করার জন্য প্রয়োজন।

আইন বা সরকারী অনুরোধের কারণে শনাক্তকরণ বা তথ্য প্রদান বাধ্য করা হলে।

এসব ক্ষেত্রে আমরা যথাযথ নিরাপত্তা বজায় রাখি।

তথ্য সুরক্ষা

আমরা আপনার তথ্য সুরক্ষায় উপযুক্ত প্রযুক্তিগত ও সংস্থা-ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছি (যেমন নিরাপদ সার্ভার, সীমাবদ্ধ প্রবেশাধিকার ইত্যাদি)।

তবে, অনলাইন বা ইলেকট্রনিক পরিবেশে ১০০% নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় — আপনি তথ্য শেয়ার করার সময় সাবধানতা অবলম্বন করবেন।

কুকি ও ট্র্যাকিং প্রযুক্তি

আমাদের সাইটে কুকি বা সমমানের প্রযুক্তি ব্যবহার করা হতে পারে যাতে সাইটের কার্যক্ষমতা পরীক্ষা করা যায় ও আপনার ভ্রমণ অভিজ্ঞতা উন্নত হয়।

আপনি ব্রাউজারের সেটিংসে কুকি নিষ্ক্রিয় করতে পারেন, তবে এটি সাইটের কিছু কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

আপনার অধিকার

আপনার তথ্য সংশোধন বা অবলুপ্ত করার অনুরোধ করতে পারেন।

আপনি চাইলে আমাদের কাছ থেকে আপনার তথ্য মুছে ফেলার বা ব্যবহারের সীমা নির্ধারণ করার অনুরোধ করতে পারেন।

আপনি যদি কোন প্রচারমূলক বার্তা (ইমেইল/মেসেজ) না পেতে চান, তাহলে আমাদের জানান আমরা তা বন্ধ করব।

শিশুদের তথ্য

আমাদের সাইট মূলত শিশুদের জন্য নয়, এবং আমরা জানা নেই যে শিশুদের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। যদি শিশু সংক্রান্ত তথ্য ভুলবশত সংগ্রহ হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের জানাবেন, আমরা তা দ্রুত মুছে দেব।

প্রাইভেসি পলিসির পরিবর্তন

আমরা সময়-সময় এই পলিসি সংশোধন করতে পারি। নতুন সংস্করণ সাইটে প্রকাশ করা হবে। সংশোধনের পর সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নতুন রূপে সম্মত হয়েছিলেন ধরে নেওয়া হবে।

যোগাযোগ

যদি আপনার এই প্রাইভেসি পলিসি বা আপনার তথ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন:

 Phone: 01914633744

 What’s App: 01914633744

 fb: fb.com/alifgarments.shop/